এখন আপনিও হয়ে যাবেন টাইপিং হিরো গুগোল ড্রাইভ এর মাধ্যমে - Proteva prokash

Proteva prokash,bangla news, current News, bangla newspaper, bangladesh newspaper, online paper, bangladeshi newspaper, bangla news paper, bangladesh newspapers, newspaper, all bangla news paper, bd news paper, news paper, bangladesh news paper, daily, bangla newspaper, daily news paper, bangladeshi news paper, bangla paper, all bangla newspaper, bangladesh news, daily newspaper.

Monday, February 3, 2020

এখন আপনিও হয়ে যাবেন টাইপিং হিরো গুগোল ড্রাইভ এর মাধ্যমে

.السلام عليكم ورحمه الله وبركاته
কেমন আছো বন্ধুরা আশা করি সকলেই ভাল আছ.
 আজকে তোমাদের সামনে আরো একটি তথ্য নিয়ে হাজির হলাম.

 যে সাইট নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে গুগোল ড্রাইভ.

অনেকেই হয়তো  ভাবছো এটাতে আবার কি বুঝাবে?

 বাস্তব কথা হচ্ছে এই বিষয়টি তাদের জন্য যারা টাইপ করতে  অলসতা করে টাইপ করতে ভালো লাগেনা.
 এরাই বিষয়টি লক্ষ করতে পারে তবে আর একটু কথা বলি, যারা ভালো টাইপিং করতে পারেন অধিকাংশ সময় নিজের টাইপিং দক্ষতা কে কাজে লাগানোর চেষ্টা করবেন কারণ আমি নিজেও দেখেছি চার থেকে পাঁচ দিন টাইপিং না করলে হাত ভালো হয়ে যায়.  তখন নিজের মধ্যে অলসতা চলে আসে তো আপনার টাইপিং কে সচল রাখতে হলে মাথায় রাখবেন  সামান্য কিছু হলেও হাতে টাইপিং করে নিন.
 এতে করে আপনার টাইপিং  স্প্রিট বহাল থাকবে.

 আর যারা টাইপিং করতে অভ্যস্ত নয় বা ভাল টাইপিং ও জানে না তারা জলদি টাইপিং শিখে নিন কারণ এটা আপনার সারা জীবন কাজে লাগবে. আর এর পাশাপাশি আপনি আর একটু বুদ্ধি যোগ করতে পারেন .তা হচ্ছে গুগোল ড্রাইভ , তবে এটা তখনই ব্যবহার করবেন  যখন সুস্থতা ফিল করবেন.

 এছাড়াও যখন ঝটপট কাজ হাতে চলে আসে তখনও আপনি  এই বুদ্ধি ব্যবহার করতে পারেন.

 এজন্য আপনাকে যা করতে হবে. সর্বপ্রথম আপনার জিমেইল অন করতে হবে এরপরে এমন একটি ইন্টারফেস যেতে হবে. সেখানে গিয়ে গুগল ড্রাইভ সিলেক্ট করতে হবে. এরপরে এমন একটি ইন্টারফেস আসবে. সেখান থেকে আপনাকে গুগোল ডকুমেন্ট বা এক্সেল সিলেক্ট করে নেবেন. এরপরে আপনার সামনে আরো  একটি ইন্টারফেস আসবে সেখান থেকে টুলস এ ক্লিক করবেন এরপরে ভয়েস টাইপিং এ ক্লিক করবেন.

 এরপরে বাম পাশে একটি অপশন আসবে মাইক্রোফোন সিস্টেমের উপরের আইকনটিতে ক্লিক করবে এবং সেখান থেকে আপনার ভাষা সিলেক্ট করবেন যেটাতে আপনি লিখতে চান ভাষা সিলেক্ট হয়ে যাওয়ার পরে পুনরায় মাইক্রোফোন এর উপরে ক্লিক করুন হঠাৎ মাইক্রোফোন আইকনের উপর ক্লিক করুন. এরপর আপনার লেখা শুরু হয়ে যাবে আপনি যা বলবেন তাই তবে যে ভাষা সিলেক্ট করেছেন শুধু সেই ভাষাতেই কথা বলতে পারবে.





এরপরে লেখালেখির শেষ হলে পূর্বের মতোই সেভ করুন অথবা কপি করে নিয়ে মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করে লেখাগুলো আপনার মত প্রয়োজন মতো সাজিয়ে নিতে পারেন.

 এটাই কথা. সবাইকে ধন্যবাদ আমার লিখাটি পড়ার জন্য,
 আল্লাহ হাফেজ.

  শাকিল আদনান
 ঢাকা লালবাগ

No comments:

Post a Comment