Proteva prokash

Proteva prokash

Proteva prokash,bangla news, current News, bangla newspaper, bangladesh newspaper, online paper, bangladeshi newspaper, bangla news paper, bangladesh newspapers, newspaper, all bangla news paper, bd news paper, news paper, bangladesh news paper, daily, bangla newspaper, daily news paper, bangladeshi news paper, bangla paper, all bangla newspaper, bangladesh news, daily newspaper.

Breaking

Saturday, September 9, 2023

💖হবু প্রিয়তমার প্রতি খোলা চিঠি💖

September 09, 2023 0
💖হবু প্রিয়তমার প্রতি খোলা চিঠি💖



--আসসালামু আলাইকুম হবু প্রিয় হুজুরনী..আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন। ভালো থাকারি কথা কারন প্রতিটি মোনাজাতেই তো আপনার জন্য দোয়া করি।


---ওগো হবু প্রিয়তমা হুজুরনী ---

আপনি শুধু আমার অর্ধাঙ্গিনী নন, আপনি  আমার মনেরও রানী।

--আপনার  জন্যই তো নিজেকে আগলে রেখেছি. সমস্ত  বেগানা নারীর সংস্পর্শ থেকে।

--- আল্লাহ মনে হয় আমার অন্তরে শুধু আপনার  জন্যই ভালোবাসা গেথে দিয়েছেন। এজন্যই অন্য কোন নারীর প্রতি ভালোবাসা ফিল করিনি এমন কি যখন অন্য কোন নারীর প্রতি দৃষ্টি   পরে. তখন আপনার  কথা মনে পরে যায় এবং আপনার  কাল্পনিক 

চেহারাটা ভেসে ওঠে।

---ওগো হবু প্রিয়তমা .. প্রতিটি নামাজের মোনাজাতে নিজের জন্য দোয়া করতে ভুলেগেলেও আপনার  জন্য  দোয়া করতে কবু ভুলিনি।

--- এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনার  হবু প্রিয়তম বরআপনাকে  কতখানি.. 💖💚ভালোবাসে।💖💚

---এ ভালোবাসা জান্নাতি ভালোবাসা যা আল্লাহর পক্ষথেকে আসে।

---সর্ব প্রথম আমাদের আদি.মাতা-পিতার মাধ্যমে আল্লাহ এই জান্নাতি ভালোবাসার উদ্ভব জান্নাতেই ঘটিয়েছেন। 

----যখন  বাবা আদম (আঃ) কে সৃষ্টির পর   জান্নাতে  বসবাস করতে দেয়া হয়..  একটা সময় তিনি একাকিত্ব বোধ করতে থাকেন, জান্নাতে সকল কিছু থেকেও যেনো কিছু একটার অভাব অনুভব করতে থাকেন। আমাদের রব আল্লাহ্ তিনি তো আলিমুল গায়েব তিনি বুঝতে পারেন বাবা আদম(আঃ) এর এই একাকিত্ব বোধের কারন। 

----- আল্লাহ বাবা আদম (আঃ) এর এই একাকিত্ব দুর করার জন্য... মা  হাওয়া (আঃ) কে সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। 

----- হবু প্রিয়তমা.... নানান ব্যস্ততার মাঝে যখন দিন শেষে ফ্রি হই তখন আমিও একাকিত্ব বোধ করি। 

সবকিছু থেকেও যেনো কিছু একটা নেই এরকম অনুভব হয়।

----- তখন আপনার অনুপস্থিতি খুব অনুভব করি।

**আপনি  তুমিও কি আমার  অনুপস্থিতি ফিল করেন ??


----হবু প্রিয়তমা-- আপনার  হবু বর যে, তোমারি অপেক্ষায় অপেক্ষমান.....তুমি কবে আসবেন আমার এই জীর্ন কুটিরে ?

___আর তো অপেক্ষা করতে পারছিনা...কারন চারোদিক থেকে ফিতনা আমাকে জাপ্টে ধরতে চাচ্ছে....এখন নিজের ঈমান বাচানো খুব কঠিন হয়ে যাচ্ছে গো প্রিয়তমা। হয়তোবা আপনি  বুঝতে পেরেছেন  আমার কাকুতি গুলো।

--আর একটু অপেক্ষা করেন খুব শিগ্রই আমরা মিলিতো হবো ইন শা আল্লাহ। 


____আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করি  আপনার সাথে যেনো তারাতাড়ি সাক্ষাৎ করিয়ে দেন সেই আকাঙ্খা পেশ করি...রাব্বে কারীমের দরবারে। 


...ওগো হবু প্রিয়তমা আপনার  প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা আর দোয়া! আল্লাহ যেনো সর্বঅবস্থায় আপনাকে ভালো রাখেন সুস্থ রাখেন।এবং আমার সাথে খুব শিগ্রই  সাক্ষাৎ করিয়ে দেন এই কামনাই করি।

__ আজ আর নয়..আজ এখানেই রাখলাম...


💝হবু প্রিয়তমা হুজুরনী সত্যি আপনাকে না দেখেও অনেক ভালোবেসে ফেলছি। 💖

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 


Saturday, October 10, 2020

আনমনে

October 10, 2020 0
আনমনে

 singer :Mahtim saki

বলো আমায় কখনো ছেড়ে যাবেনা 

এই হাত দুটি আলাদা করে দেবে না 

না না আমি কোন কিছু চাইনা 

তুমি হলে আমার আর কিছু লাগেনা 

আমি তোমায় ছাড়া আর কিছু বুঝিনা

আমি তোমায় ছাড়া ভাবতে পারিনা,

আমি তোমায় ছাড়া আর কিছু বুঝিনা

আমি তোমায় ছাড়া থাকতে পারিনা।


একটু কাছে পাবার আশায়

ধরি কত শত বাহানা,

দিন কি রাত আমার তুমি ছাড়া

এক মুহূর্ত কাটে না।

Friday, April 10, 2020

April 10, 2020 0

ভয় নেই

সানজিদাআক্তার  

বিশ্ব ব্যাপিয়া আজ রহিয়াছে গৃহবন্দী।
শান্তি আজ কোথাও নাহি।
কি করিয়া বাচিবে মানুষ,
খুদার যাতনায়।
নামাজ ছাড়িয়া, কোরআন ছাড়িয়া
থাকিও না নিরাশায়
আল্লাহ মোদের সঙ্গে আছেন
ভয় নেই মোদের করোনায়
ঈমান যদি শক্ত থাকে
হবে ইসলামের বিজয়।
বুকের মাঝে নীবির বেদনা
এই কঠিন দিনে
ইসলামকে ভুলে
গৃহবন্দী আজ কেন মুসলমান
আল্লাহকে ভুলে, পার পাবে নারে
সে কথা কি তাদের জানা নেই
ওগো সুন্দর যদি জীবন চাও
রাসূলের পথ বেছে নাও
ইসলামের অনুসারী হও
জীবনটাকে বদলে দাও
কোরআন পড়, নামাজ পড়
আল্লাহর পথে জিহাদ করতে
ভয় নাই, ভয় নাই
মোদের করোনায়।



Friday, March 27, 2020

আল্লাহ তুমি রহিম, তুমি রহমান।

March 27, 2020 0
আল্লাহ তুমি রহিম,  তুমি রহমান।

আল্লাহ তুমি রহিম,
তুমি রহমান।

সানজিদা আকতার 

গরিব- দুঃখী মানুষদের,
দিয়েগো সম্মান।
তুমি শ্রেষ্ঠ, বিচার পতি,
করিও বিচার।


পাপীদের বিনাশ করে,
মুক্ত করো মুসলমান।
এত অন্যায়, এত জুলুম
প্রানে আজ না,হি সয়।


সঠিক বিচার করো আল্লাহ,
নাস্তিকদের বিনাশ চাই।
সুন্দর একটা সমাজ আল্লাহ,
সুন্দর একটা রাষ্ট্র চাই।


যে সমাজে অন্যায় আর,
জুলুমের ঠাঁই নাই।
এমন একটা ধরনী,
তোমার কাছে আমরা চাই।


Sunday, March 15, 2020

তুমি সুরভিত সৌন্দর্য

March 15, 2020 0
তুমি সুরভিত সৌন্দর্য




সানজিদা আক্তার

মায়াবিনী- হরিনী,
স্নিগ্ধ কোমল তুমি।
বাঁকা বাঁকা ঘন কালো,
দু- নয়নের দূর্বোধ্য চাহনি।


তোমার ঐ চুল গুলো।
তোমার ঐ ঠোঁট গুলো,
সাগরের ঢেউয়ের মতো,
ঢেউ মাতানো বাতাস বইত

কামনার গতি।
মনে হয়, সারাক্ষণ
তোমাকে দেখি।
গানে জুরায় এ অন্তর।
চারদিকে অন্ধকার,


Sunday, February 9, 2020

পাখির সাথে বন্ধুত্ব

February 09, 2020 0
পাখির সাথে বন্ধুত্ব


সানজিদা ইসলাম

দোয়েল কোয়েল ময়না শ্যামা
 তোমরা কোথায় ভাই,
 আমি এখন একলা আছি
 খেলার সাথি নাই

গুর দেবো মুড়ি দেবো
 আরো দেবো  দই,
 চারিদিকে খুজি আমি
 দোয়েল তুমি কই

 কোয়েল তুমি কোথায় আছো
 এসো আমার কাছে,
 সোনা দেব গয়না দেব
 সামনে ফাগুন মাসে 

ময়না আমার প্রিয় পাখি
 তাই তো করি ডাকাডাকি,
 দেখতে শ্যামা একটু কালো
 তবুও তুমি অনেক ভালো

 কাল আমার প্রিয় রং

 শ্যামা তুমি করোনা ঢং


Monday, February 3, 2020

এখন আপনিও হয়ে যাবেন টাইপিং হিরো গুগোল ড্রাইভ এর মাধ্যমে

February 03, 2020 0
এখন আপনিও হয়ে যাবেন টাইপিং হিরো গুগোল ড্রাইভ এর মাধ্যমে
.السلام عليكم ورحمه الله وبركاته
কেমন আছো বন্ধুরা আশা করি সকলেই ভাল আছ.
 আজকে তোমাদের সামনে আরো একটি তথ্য নিয়ে হাজির হলাম.

 যে সাইট নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে গুগোল ড্রাইভ.

অনেকেই হয়তো  ভাবছো এটাতে আবার কি বুঝাবে?

 বাস্তব কথা হচ্ছে এই বিষয়টি তাদের জন্য যারা টাইপ করতে  অলসতা করে টাইপ করতে ভালো লাগেনা.
 এরাই বিষয়টি লক্ষ করতে পারে তবে আর একটু কথা বলি, যারা ভালো টাইপিং করতে পারেন অধিকাংশ সময় নিজের টাইপিং দক্ষতা কে কাজে লাগানোর চেষ্টা করবেন কারণ আমি নিজেও দেখেছি চার থেকে পাঁচ দিন টাইপিং না করলে হাত ভালো হয়ে যায়.  তখন নিজের মধ্যে অলসতা চলে আসে তো আপনার টাইপিং কে সচল রাখতে হলে মাথায় রাখবেন  সামান্য কিছু হলেও হাতে টাইপিং করে নিন.
 এতে করে আপনার টাইপিং  স্প্রিট বহাল থাকবে.

 আর যারা টাইপিং করতে অভ্যস্ত নয় বা ভাল টাইপিং ও জানে না তারা জলদি টাইপিং শিখে নিন কারণ এটা আপনার সারা জীবন কাজে লাগবে. আর এর পাশাপাশি আপনি আর একটু বুদ্ধি যোগ করতে পারেন .তা হচ্ছে গুগোল ড্রাইভ , তবে এটা তখনই ব্যবহার করবেন  যখন সুস্থতা ফিল করবেন.

 এছাড়াও যখন ঝটপট কাজ হাতে চলে আসে তখনও আপনি  এই বুদ্ধি ব্যবহার করতে পারেন.

 এজন্য আপনাকে যা করতে হবে. সর্বপ্রথম আপনার জিমেইল অন করতে হবে এরপরে এমন একটি ইন্টারফেস যেতে হবে. সেখানে গিয়ে গুগল ড্রাইভ সিলেক্ট করতে হবে. এরপরে এমন একটি ইন্টারফেস আসবে. সেখান থেকে আপনাকে গুগোল ডকুমেন্ট বা এক্সেল সিলেক্ট করে নেবেন. এরপরে আপনার সামনে আরো  একটি ইন্টারফেস আসবে সেখান থেকে টুলস এ ক্লিক করবেন এরপরে ভয়েস টাইপিং এ ক্লিক করবেন.

 এরপরে বাম পাশে একটি অপশন আসবে মাইক্রোফোন সিস্টেমের উপরের আইকনটিতে ক্লিক করবে এবং সেখান থেকে আপনার ভাষা সিলেক্ট করবেন যেটাতে আপনি লিখতে চান ভাষা সিলেক্ট হয়ে যাওয়ার পরে পুনরায় মাইক্রোফোন এর উপরে ক্লিক করুন হঠাৎ মাইক্রোফোন আইকনের উপর ক্লিক করুন. এরপর আপনার লেখা শুরু হয়ে যাবে আপনি যা বলবেন তাই তবে যে ভাষা সিলেক্ট করেছেন শুধু সেই ভাষাতেই কথা বলতে পারবে.





এরপরে লেখালেখির শেষ হলে পূর্বের মতোই সেভ করুন অথবা কপি করে নিয়ে মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করে লেখাগুলো আপনার মত প্রয়োজন মতো সাজিয়ে নিতে পারেন.

 এটাই কথা. সবাইকে ধন্যবাদ আমার লিখাটি পড়ার জন্য,
 আল্লাহ হাফেজ.

  শাকিল আদনান
 ঢাকা লালবাগ