সত্য
হুমায়ূন কবীর
সত্য পথে লড়বো,
রাসুলের পথ ধরে আমি
অলীক চূর্ণ করবো।
সামনে যাবো ধেয়ে,
ধরাধামে চলবো সদা
সত্যের গীতি গেয়ে।
পেতে নশ্বর ভবে,
নবীর মতে চলবো আমি
কল্যাণ জানি হবে।
সত্যবাদীর তরে,
জীবন মাঝে না আসিলেও
আসবে মরার পরে।
সত্যের পথেই চলি,
ন্যায়ের উপর অটল হয়ে
সত্য কথায় বলি।
No comments:
Post a Comment