অভাব
হুমায়ূন কবীর
আঁকতে সদা থাকি,
অভাব আসলে উড়াল মারে
মনের ময়না পাখি।
আমার কত কিছু,
তুফান এসে ভাঙে ইচ্ছা
ছুটি নিঃস্বের পিছু!!
অনেক বহু দূরে,
একলা একা গাই যে গীতি
দৈন্যদশার সুরে।
এই ভবেরই তরে,
যতই কামাই অর্থ-কড়ি
ততই অভাব ঘরে।
বাঁচবো যত ভবে,
মিটে যাবে হাজার অভাব
তবু অভাব রবে।
No comments:
Post a Comment