"সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ" - Proteva prokash

Proteva prokash,bangla news, current News, bangla newspaper, bangladesh newspaper, online paper, bangladeshi newspaper, bangla news paper, bangladesh newspapers, newspaper, all bangla news paper, bd news paper, news paper, bangladesh news paper, daily, bangla newspaper, daily news paper, bangladeshi news paper, bangla paper, all bangla newspaper, bangladesh news, daily newspaper.

Saturday, January 18, 2020

"সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ"

"সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ"

যিনি বিজ্ঞানী আইনস্টাইনের ড্রাইভার ছিলেন, তিনি একদিন আইনস্টাইনকে বললেন,
আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন,সেইগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে ।

একথা শুনে আইনস্টাইন তো অবাক!
উনি তখন বললেন,
বেশতো!
তাহলে এর পরের মীটিংয়ে যেখানে যাবো,তারা আমাকে চেনেন না, একেবারে নতুন এলাকা৷ চাইলে তুমি আমার হয়ে ভাষণ দিতে পারো, আর আমি ড্রাইভার হয়ে বসে থাকবো৷

সুযোগ পেয়ে পরের সভায় তো ড্রাইভার হুবহুব আইনস্টাইন এর ভাষণ গড় গড় করে বলে গেলেন। উপস্থিত বিজ্ঞজনেরা তুমুল করতালি দিলেন৷
এরপর তাঁরা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন।
সেই সময়ে একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন,

স্যার, ঐ আপেক্ষিক এর যে সঙ্গাটা বললেন,অনুগ্রহ করে আর একবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন ?
আসল আইনস্টাইন দেখলেন ড্রাইভারেরতো বিপদ!
এবারতো ড্রাইভার ধরা পরে যাবে৷

কিন্তু তিনি ড্রাইভার এর উত্তর শুনে তাজ্জব হয়ে গেলেন, ড্রাইভার উত্তর দিল।
এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি ?
আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সে বুঝিয়ে দেবে৷


বিঃদ্রঃ- জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন। আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন তেমনই হবেন।
তাই কথায় আছে!

"সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ"

No comments:

Post a Comment